আগস্ট ১৩, ২০২৫, ১০:৫৬ এএম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের রেলগেটে এই কর্মসূচি পালিত হচ্ছে। এর ফলে ঢাকা-রাজশাহী রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার ৯ বছর পার হলেও সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য এখনো ডিপিপি অনুমোদন হয়নি। দীর্ঘ সময় ধরে দাবি জানিয়েও কোনো সাড়া না পাওয়ায় তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
শিক্ষার্থীদের এই আন্দোলন শুরু হয়েছিল গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জনের মধ্য দিয়ে। এরপর বিভিন্ন সময়ে তারা বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ, পথনাটক এবং প্রতীকী ক্লাস আয়োজন করেছেন। গত বৃহস্পতিবার হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন এবং রোববার মহাসড়ক অবরোধের ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের এই রেলপথ অবরোধের কারণে ট্রেনের শিডিউলে বিপর্যয় ঘটেছে। রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি জামতৈল রেলওয়ে স্টেশনে এবং ঢাকা থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি লাহিড়ী মোহমপুর স্টেশনে আটকে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উল্লাপাড়া থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।