কৌশিক চৌধুরী
আগস্ট ১২, ২০২৫, ০৭:৫৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
হাকিমপুর, দিনাজপুর: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলিতে আলোচনা সভার আয়োজন করেছে জামায়াতে ইসলামীর যুব বিভাগ। মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ সবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও দিনাজপুর-৬ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, পৌর যুব বিভাগের যুগ্ম আহবায়ক আহমেদ ইয়াসির আরাফাতসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ পরিচালনার জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের জয় নিশ্চিত করতে যুবকদের ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা আরও বলেন, আগামীতে দেশ চলবে কোরআনের আইনে এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
প্রতি বছর ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়। এই উপলক্ষে জামায়াতে ইসলামীর যুব বিভাগ সারা দেশে নানা কর্মসূচি পালন করছে।