মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

ঘোড়াঘাটে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন

ফাহিম হোসেন রিজু

আগস্ট ১২, ২০২৫, ১১:২৬ এএম

ঘোড়াঘাটে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন

ছবি-দিনাজপুর টিভি

“গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে আনসার ও ভিডিপির উদ্যোগে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ২০২৫। আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলার হিলি মোড় থেকে ওসমানপুর বাজার পর্যন্ত রাস্তার দুই পাশে একযোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তুষার কান্তির নেতৃত্বে এই কর্মসূচিতে প্রায় ১৫০ জন সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার ধীরাজ সরকার

এই অভিযানে অংশগ্রহণকারীরা ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং এগুলোর সঠিক যত্ন ও সংরক্ষণে প্রতিজ্ঞাবদ্ধ থাকার কথা জানান। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এই কর্মসূচিকে ঘিরে এলাকায় একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করে জানান, এটি শুধু এলাকার সৌন্দর্যই বাড়াবে না, বরং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একইসঙ্গে তারা এ ধরনের পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত করার আহ্বান জানান।