আগস্ট ১২, ২০২৫, ০৩:৩৩ পিএম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একটি ব্যবসা-বান্ধব দেশ হিসেবে গড়ে তোলার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতে বিনিয়োগকারীদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সংক্রান্ত এক ব্যবসায়িক ফোরামে ভাষণ দেওয়ার সময় ড. ইউনূস এসব কথা বলেন। তিনি বলেন, “অতীতে বাংলাদেশে ব্যবসার গতি আমার ধারণা অনুযায়ী এগোয়নি। তবে নতুন বাংলাদেশে অনেক কিছুর উদ্ভাবন হচ্ছে এবং এর মধ্যে একটি হলো ব্যবসায়িক সম্ভাবনা।”
প্রধান উপদেষ্টা বাংলাদেশের তরুণদের সৃজনশীলতার কথা তুলে ধরে বলেন, “বাংলাদেশ সম্ভাব্য সব উপায়ে ব্যবসা-বান্ধব হওয়ার চেষ্টা করছে। বিশেষত তরুণদের মাধ্যমে দেশকে পরিবর্তন করার ক্ষেত্রে আমি সীমাহীন সম্ভাবনা খুঁজে পেয়েছি।” তিনি বিদেশে বসবাসরত তরুণ বাংলাদেশি প্রবাসীদের সুবিধা নেওয়ার জন্যও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।
ফোরামের শুরুতে বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন একটি উপস্থাপনার মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা এবং শুল্ক ও অ-শুল্ক বাধা দূরীকরণের জন্য সরকারের প্রচেষ্টার বর্ণনা দেন। অনুষ্ঠানে আজিয়াটা গ্রুপের সিইও বিবেক সুদ বাংলাদেশে তাদের ২৮ বছরের সাফল্যের ওপর একটি উপস্থাপনা দেন।
অনুষ্ঠানে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো পেট্রোলিয়াম ন্যাশনাল বেরহাদ (পেট্রোনাস), খাজানা ন্যাশনাল, সিমে ডার্বি প্ল্যান্টেশনস এবং প্রোটন হোল্ডিংস বেরহাদ (প্রোটন)।