বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

বাবা হারালেন জনপ্রিয় গায়ক আতিফ আসলাম, শোকের ছায়া

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১২, ২০২৫, ১০:৫৪ পিএম

বাবা হারালেন জনপ্রিয় গায়ক আতিফ আসলাম, শোকের ছায়া

ছবি- সংগৃহীত

উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের বাবা মোহাম্মদ আসলাম মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থতার পর ৭৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাবার মৃত্যুতে আতিফ আসলামের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এই দুঃসংবাদটি তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও শোকের ঢেউ তুলেছে।

‘পাকিস্তান অবজার্ভার’ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, সহশিল্পী ও শোবিজ অঙ্গনের তারকারা আতিফ আসলামকে সমবেদনা জানাচ্ছেন। তার বাবার জানাজা লাহোরের ভ্যালেন্সিয়া টাউনে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম ২০০০-এর দশকের শুরুতে তার বিখ্যাত ‘জলপরি’ অ্যালবামের মাধ্যমে সংগীত জগতে আত্মপ্রকাশ করেন। এরপর থেকে তিনি বলিউড, কোক স্টুডিওসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে গান গেয়ে বিপুল জনপ্রিয়তা লাভ করেন। উর্দুসহ বিভিন্ন ভাষায় গান গাওয়া এই শিল্পী দেশ-বিদেশে অসংখ্য কনসার্টে পারফর্ম করেছেন, যার মধ্যে বাংলাদেশেও তার একাধিক সফল কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।