আগস্ট ১৩, ২০২৫, ০৫:৫৪ পিএম
দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্কের ইতি টেনে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। ২০২০ সালে প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে তার বাগদান হয়েছিল। কিন্তু কিছুদিন পরই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আচমকা বিচ্ছেদের ঘোষণা দেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারিয়া তার জীবনের সেই কঠিন মুহূর্তের কথা তুলে ধরেছেন, যা আলোড়ন সৃষ্টি করেছে।
ফারিয়া জানান, বাগদান ভাঙার সিদ্ধান্তটি ছিল তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর মধ্যে একটি। তিনি বলেন, “মা-বাবা আর রনি—এই ছিল আমার পৃথিবী। ওকে ছাড়া আর কিছু ভাবতে পারতাম না। ছোটবেলা থেকে আমাদের সম্পর্ক ছিল। তাই রনির সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত ছিল আমার কাছে বড় বিষয়।”
সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে তিনি পুরোপুরি ভেঙে পড়েছিলেন। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, “মানসিক অবসাদের জন্য আমি তিন মাস কোনো কাজ করিনি। এখনও অবসাদ কাটাতে ওষুধ খাচ্ছি। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।”
১০ বছরের দীর্ঘ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে মনের জোর লাগে বলে জানান তিনি। সম্পর্কটি ভেঙে দেওয়ার কারণ সম্পর্কে ফারিয়া বলেন, “রনি জানতে চেয়েছিল আমি একসঙ্গে থাকতে চাই কি না, কিন্তু আমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ ছিল না।”
বর্তমানে ধীরে ধীরে তিনি তার পুরনো ছন্দে ফেরার চেষ্টা করছেন।