বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

আত্মহত্যা নিয়ে হিরো আলমের নতুন সিদ্ধান্ত

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৩, ২০২৫, ১১:৩৭ এএম

আত্মহত্যা নিয়ে হিরো আলমের নতুন সিদ্ধান্ত

ছবি- সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম আত্মহত্যার যে ঘোষণা দিয়েছিলেন, সন্তানদের অনুরোধে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ ভিডিওর মাধ্যমে তিনি এই তথ্য জানিয়েছেন।

ভিডিওতে সন্তানদের পাশে নিয়ে হিরো আলম জানান, তিনি তার আত্মহত্যার সিদ্ধান্ত থেকে পিছু হটেছেন। তিনি বলেন, মূলত স্ত্রী রিয়া মনির প্রতি তার অভিযোগ এবং মানসিক আঘাত থেকেই তিনি এই ধরনের একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন।

এর আগে, হিরো আলম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেই পোস্টে তিনি লিখেছিলেন, “আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যে ছিল—মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি—আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব। আমি রিয়াল (সত্যি) ছিলাম। কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসায়।”

তবে সন্তানদের অনুরোধে এবং তাদের কথা চিন্তা করে তিনি তার এই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বলে জানান।