বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

জুলাই মাসের বেতন-ভাতা পেলেন বেসরকারি মাদরাসা শিক্ষক-কর্মচারীরা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১২, ২০২৫, ০৬:৫৪ পিএম

জুলাই মাসের বেতন-ভাতা পেলেন বেসরকারি মাদরাসা শিক্ষক-কর্মচারীরা

ছবি- সংগৃহীত

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই (২০২৫) মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক বিতরণ করা হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর মঙ্গলবার (১২ আগস্ট) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (মাদরাসা) শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক হস্তান্তর করা হয়েছে। অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে মোট চারটি চেক আজ বিতরণ করা হয়।

শিক্ষক-কর্মচারীরা আজকের (১২ আগস্ট) পর থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে তাদের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

এর আগে, গত ৩০ জুলাই অধিদপ্তর জানিয়েছিল যে ইনক্রিমেন্ট হিসাবসহ অন্যান্য প্রক্রিয়ার কারণে জুলাই মাসের বেতন-ভাতা প্রদানে ৫ থেকে ৭ কর্মদিবস পর্যন্ত অতিরিক্ত সময় লাগতে পারে। তবে দ্রুত কাজ শেষ করে বেতন পরিশোধ করার চেষ্টা চলছে বলেও জানানো হয়। এর ১১ দিন পর আজ বেতন-ভাতার সরকারি অংশ পেলেন ওইসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।