বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

ঢাবিতে হিজাব পরা নারী শিক্ষার্থীর ছবি নিয়ে কটূক্তি, এক্টের প্রতিবাদ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১২, ২০২৫, ০৫:১০ পিএম

ঢাবিতে হিজাব পরা নারী শিক্ষার্থীর ছবি নিয়ে কটূক্তি, এক্টের প্রতিবাদ

ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হিজাব পরা নারী শিক্ষার্থীদের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননা ও কটূক্তির প্রতিবাদ জানিয়েছে 'অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশন' (এক্ট)। মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই প্রতিবাদ জানায়।

লিখিত বক্তব্যে এক্টের প্রতিনিধি উম্মে সালমা বলেন, 'আমাদের বোন উম্মে সালমা, সাদিয়া আক্তার বর্ষা, মুনতাহা ঈশা ও নুসরাত জাহানের ফেসবুক প্রোফাইল থেকে ছবি নিয়ে নোংরা ক্যাপশন দিয়ে ছড়ানো হচ্ছে। ব্যক্তিগত প্রোফাইলের কমেন্টে শতাধিক মন্তব্যের পাশাপাশি ইনবক্সে জীবননাশের হুমকি ও ধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছে।'

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি বন্ধের দাবিতে যে আন্দোলন হয়েছিল, তাতে অংশ নেওয়ার কারণেই তারা এমন হয়রানির শিকার হয়েছেন। তিনি উল্লেখ করেন, 'এই ঘটনাটি শুধু একটি সাধারণ দুর্ব্যবহার নয়, বরং এটি ব্যক্তিগত স্বাধীনতার প্রতি তীব্র আঘাত এবং নারীদের রাজনৈতিক অধিকার হরণ। কেউ রাজনৈতিক সচেতন হলেই তাকে কোনো দলের সঙ্গে যুক্ত করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে।'

এক্টের পক্ষ থেকে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানানো হয়, এই ঘটনার বিরুদ্ধে যথাযথ তদন্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। উম্মে সালমা বলেন, 'আমরা চাই, কর্তৃপক্ষ যেন শুধু ক্ষমা চেয়ে বিজ্ঞপ্তির মধ্যে সীমাবদ্ধ না থেকে শাস্তি নিশ্চিত করেন।' তিনি আরও বলেন, ইসলামিক জীবনযাপনে অভ্যস্তদের 'ছাত্রী সংস্থা' ট্যাগ দিয়ে বুলিং যেন বৈধতা না পায় এবং যারা সংস্থার সঙ্গে জড়িত, তারাও যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন।