সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতার বৃত্ত পূরণ : দনিয়া কলেজ শিক্ষককে শোকজ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১০, ২০২৫, ০৪:৫৬ পিএম

শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতার বৃত্ত পূরণ : দনিয়া কলেজ শিক্ষককে শোকজ

ছবি- সংগৃহীত

এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে বৃত্ত পূরণ করানোর গুরুতর অভিযোগ উঠেছে রাজধানীর দনিয়া কলেজের এক প্রধান পরীক্ষকের বিরুদ্ধে। এই অভিযোগের জেরে ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা। একইসঙ্গে, প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় আগামী ৫ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রবিবার (১০ আগস্ট, ২০২৫) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নথি অনুসারে, অভিযুক্ত প্রধান পরীক্ষক হলেন মো. আব্দুর রহিম, যিনি দনিয়া কলেজের শিক্ষক। তিনি ইংরেজি দ্বিতীয় পত্রের মূল্যায়নের দায়িত্বে ছিলেন (প্রধান পরীক্ষক কোড–১০৫৬)।

চিঠিতে বলা হয়েছে, অভিযুক্ত এই শিক্ষক ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ইংরেজি ২য় পত্রের (বিষয় কোড-১০৮) উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে বৃত্ত ভরাট করিয়েছেন। এর স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রাথমিক তদন্তে তা প্রমাণিত হয়েছে।

শিক্ষাবোর্ড জানিয়েছে, এমন কার্যকলাপের ফলে শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং পরীক্ষার্থীদের মনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। কারণ, পরীক্ষার উত্তরপত্র প্রধান পরীক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তি, শিক্ষার্থী বা পরিবারের কোনো সদস্যকে দিয়ে বৃত্ত ভরাট বা পূরণ করানো বা মূল্যায়ন করা শাস্তিযোগ্য অপরাধ

একইসঙ্গে, এই অপরাধের জন্য কেন বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার জবাব আগামী ৫ কর্ম দিবসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠানোর জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৬ জুলাই ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালনের সময় খাতা মূল্যায়নে গাফিলতি করায় ৮ পরীক্ষককে পাবলিক পরীক্ষাসংক্রান্ত সব কার্যক্রম থেকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়েছিল। এই ঘটনা শিক্ষা প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতার গুরুত্বকে আবারও সামনে আনল।