আগস্ট ১১, ২০২৫, ০৭:৪১ পিএম
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এই পরিস্থিতিতে পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে পুলিশের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা নিয়ে নানা প্রশ্ন ও সমালোচনা উঠেছিল। সেই বিতর্ক এড়িয়ে আসন্ন নির্বাচনে একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করতে এবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সর্বোচ্চ পর্যায় থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আসন্ন জাতীয় নির্বাচনে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন। সোমবার (১১ আগস্ট) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির জুলাই-২০২৫ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন।
সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, দীর্ঘদিন পর দেশে একটি সুন্দর জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। এ নির্বাচনে বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন। পুরো পুলিশ বাহিনীর মান-মর্যাদা পুনরুদ্ধারে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেন।
সভায় উপস্থিত ডিএমপির এক উপপুলিশ কমিশনার জানান, বিগত তিনটি জাতীয় নির্বাচনে পুলিশের বিতর্কিত ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে, গত ছাত্রজনতার গণঅভ্যুত্থানে পুলিশের ভূমিকা ছিল হতাশাজনক। এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে ডিএমপিকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে বলা হয়েছে।
ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন ঢাকা পোস্টকে বলেন, “অতীতের নির্বাচনী ভূমিকা নিয়ে কথা হয়েছে। এবারের জাতীয় নির্বাচনে পুলিশকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। সে অনুযায়ী প্রস্তুতি নিতে বলা হয়েছে।” তিনি আরও জানান, নির্বাচনী দায়িত্ব পালনে ডিএমপির সক্ষমতা বৃদ্ধি, জনবল ও প্রশিক্ষণের জন্য পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
সদ্য অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বলেন, “অতীতকে বিবেচনায় নিয়েই আগামী জাতীয় নির্বাচনে পুলিশের ভূমিকা নিরপেক্ষ রাখার বিষয়ে কঠোরভাবে নির্দেশনা আজকে দেওয়া হয়েছে। নিরপেক্ষতা এবং পেশাদারিত্বের ক্ষেত্রে কোনো আপস করা যাবে না।”
এছাড়া সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মোটরসাইকেল ব্যবহার করে অপরাধ দমন এবং ওয়ারেন্ট তামিল ও চার্জশিট দাখিলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের বিষয়েও আলোচনা ও নির্দেশনা দেওয়া হয়।