সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

মালয়েশিয়ায় ড. ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১১, ২০২৫, ০৮:২৬ পিএম

মালয়েশিয়ায় ড. ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার

ছবি- সংগৃহীত

প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের ক্ষমতা গ্রহণের পর থেকেই বাংলাদেশ নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে তাদের অবস্থান সুদৃঢ় করার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে তার প্রথম সরকারি আন্তর্জাতিক সফর হিসেবে মালয়েশিয়ায় তিন দিনের সফরে গেছেন তিনি। এই সফরকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, কারণ এটি শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করবে না, বরং নতুন সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থনকেও প্রতিফলিত করবে। মালয়েশিয়ায় তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন। আজ (সোমবার) সন্ধ্যায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে তার বহনকারী বিমানটি অবতরণ করার পর কেএলআইএর বুংগা রায়া কমপ্লেক্সে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল। এরপর রয়্যাল মালয় রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নের ২৮ জন কর্মকর্তা ও সদস্যের সমন্বয়ে গঠিত গার্ড অব অনার পরিদর্শন করেন ড. ইউনূস।

মালয়েশিয়ার উইসমা পুত্রার (পররাষ্ট্র মন্ত্রণালয়) তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ড. ইউনূস এই সফর করছেন। এটি ২০২৪ সালের অক্টোবরে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের প্রতিদান হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আগামীকাল মঙ্গলবার (১২ আগস্ট) পারদানা পুত্রা কমপ্লেক্সে ড. ইউনূসকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। এরপর প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শ্রম, শিক্ষা, পর্যটন ও প্রতিরক্ষা খাতের অগ্রগতিসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

এই সফরে প্রতিরক্ষা, জ্বালানি, কৌশলগত গবেষণা ও সেমিকন্ডাক্টরসহ একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) বিনিময় হওয়ার কথা রয়েছে। বুধবার ড. ইউনূস একটি জনসভায় ভাষণ দেবেন এবং ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম) থেকে সামাজিক ব্যবসায় সম্মানসূচক ডক্টর অব ফিলোসফি ডিগ্রি গ্রহণ করবেন।

উল্লেখ্য, মালয়েশিয়া দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ২০২৪ সালে দুই দেশের মোট বাণিজ্যের পরিমাণ ছিল ১৩.৩৫ বিলিয়ন রিঙ্গিত, যা আগের বছরের তুলনায় ৫.১ শতাংশ বেশি।