সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

রংপুরের দুইজনকে পিটিয়ে হত্যা : বিচার ও ক্ষতি পূরণ দাবি আসকের

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১১, ২০২৫, ০৭:১৭ পিএম

রংপুরের দুইজনকে পিটিয়ে হত্যা : বিচার ও ক্ষতি পূরণ দাবি আসকের

ছবি- সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে গণপিটুনির ঘটনা বেড়ে চলেছে, যা দেশের আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতির ওপর গভীর প্রভাব ফেলছে। এ ধরনের ঘটনায় আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। রংপুরের তারাগঞ্জে ঘটে যাওয়া সর্বশেষ ঘটনাটি এই সমস্যার ভয়াবহতা আবারও সামনে এনেছে। দুজন নিরপরাধ ব্যক্তিকে ভ্যান চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে, যা নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয়েছে। এই বর্বরতার তীব্র নিন্দা ও ন্যায়বিচার দাবি করেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে দুইজন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সোমবার (১১ আগস্ট) এক বিবৃতিতে আসক এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট উপজেলার ঘনিরামপুর এলাকার রূপলাল দাস (৪০) এবং মিঠাপুকুর উপজেলার প্রদীপ দাসকে (৩৫) ভ্যান চোর সন্দেহে স্থানীয় জনতা পিটিয়ে হত্যা করে। নিহত রূপলাল জুতা সেলাইয়ের কাজ করতেন এবং প্রদীপ ছিলেন একজন ভ্যানচালক। সম্পর্কে তারা ছিলেন শ্বশুর-জামাই।

ঘটনার দিন রূপলালের মেয়ের বিয়ের দিন ঠিক করার জন্য প্রদীপ দাস ভ্যান চালিয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বটতলা এলাকায় স্থানীয়রা তাদের থামিয়ে সন্দেহজনকভাবে পিটিয়ে হত্যা করে।

আসক তার বিবৃতিতে জানায়, আইন নিজের হাতে তুলে নিয়ে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড দেশের আইনের শাসন ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের জীবন রক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে, যা এই ঘটনায় সুস্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে।

সংস্থাটি আরও জানায়, দেশে এ ধরনের গণপিটুনির ঘটনা ধারাবাহিকভাবে ঘটছে, যা জনগণের মধ্যে গভীর নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। আসকের তথ্য অনুযায়ী, শুধু ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কমপক্ষে ১১১ জন মব সন্ত্রাসের শিকার হয়েছেন, যাদের অনেকেই নিহত হয়েছেন।

আসক সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।