সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

ব্রাহ্মণপাড়ার অর্ধেকের বেশি স্কুলে প্রধান শিক্ষক নেই

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১০, ২০২৫, ০৮:১৫ পিএম

ব্রাহ্মণপাড়ার অর্ধেকের বেশি স্কুলে প্রধান শিক্ষক নেই

ছবি- সংগৃহীত

শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। কিন্তু দেশের অনেক জায়গাতেই শিক্ষক সংকটের কারণে প্রাথমিক বিদ্যালয়গুলো নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অবস্থা বর্তমানে এমনই। উপজেলার অর্ধেকেরও বেশি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই এবং অনেক সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। এর ফলে একদিকে যেমন প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানও বিঘ্নিত হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য অভিভাবক ও শিক্ষকরা দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৬টিতেই প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এর ফলে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন, যা পাঠদান ও প্রশাসনিক কার্যক্রমে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন জানান, উপজেলার ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৬টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য। এছাড়াও ২১টি সহকারী শিক্ষকের পদও খালি আছে। তিনি আরও বলেন, “প্রধান শিক্ষকের পদ শূন্য থাকা বিদ্যালয়গুলোতে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা এ সংকট নিরসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।”

অভিভাবকরা এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, প্রাথমিক শিক্ষাই শিশুদের ভবিষ্যতের ভিত্তি। যদি শুরুতেই পাঠদানে ঘাটতি থাকে, তবে তাদের শিক্ষাজীবনের ভিত্তি দুর্বল হয়ে পড়বে। তারা সরকারের কাছে দ্রুত শূন্যপদগুলোতে নিয়োগ দিয়ে সংকট নিরসনের দাবি জানান।

দক্ষিণ দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হাছিবুল করীম ভূঁইয়া বলেন, “প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষককে অতিরিক্ত প্রশাসনিক কাজ করতে হচ্ছে। এতে শিশুদের পাঠদান বিঘ্নিত হচ্ছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, “আমি বিষয়টি এইমাত্র জানলাম। আগামী জেলার মিটিংয়ে আমি এটি উপস্থাপন করব এবং শূন্য পদগুলো পূরণের জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।”