সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

সেই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেয়নি কৃষি অফিস

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১১, ২০২৫, ০৫:৩৮ পিএম

সেই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেয়নি কৃষি অফিস

ছবি- সংগৃহীত

সাধারণত, কোনো সরকারি কর্মকর্তা বদলি বা অবসরে গেলে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এই ধরনের অনুষ্ঠান পারস্পরিক শ্রদ্ধা ও সুসম্পর্কের প্রতীক। তবে সম্প্রতি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা কৃষি অফিসের একজন কর্মকর্তার বিদায় নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। দুর্নীতির অভিযোগ ও সহকর্মীদের সঙ্গে কোন্দলের জেরে তাকে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই বিদায় নিতে হয়েছে, যা স্থানীয় প্রশাসন ও সচেতন মহলে আলোচনার জন্ম দিয়েছে।

ভেদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলামকে বদলির পর কোনো বিদায় সংবর্ধনা বা ফেয়ারওয়েল দেওয়া হয়নি। সাধারণত, বদলি বা অবসরে যাওয়া কর্মকর্তাদের সম্মান জানাতে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই রবিবার সন্ধ্যায় পরিবার নিয়ে অফিস কাম বাসা ত্যাগ করেছেন এই কর্মকর্তা।

সোমবার সকালে অফিসের কর্মচারীরা কাজে এসে তাকে না পেয়ে হতাশ হন। জানা গেছে, সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের অনৈক্য এবং কোন্দলের কারণে তাকে বিদায় জানাতে কর্মকর্তারা আগ্রহ দেখাননি।

ফাতেমা ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। এর আগে গত ১২ মে ‘কৃষি অফিসেই আয়েশি বসবাস’ এবং ২৪ জুন ‘ভেদরগঞ্জ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে প্রদর্শনীর টাকা নয়ছয়ের অভিযোগ’ শিরোনামে যুগান্তর পত্রিকায় দুটি সংবাদ প্রকাশিত হয়েছিল।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২১ জুলাই কৃষি বিভাগ তাকে ভেদরগঞ্জ থেকে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বদলি করে। তবে দুর্নীতির অভিযোগ প্রকাশিত হওয়ার পরেও তার বিরুদ্ধে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। এ নিয়ে স্থানীয় সচেতন মহল এবং কৃষকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

ভেদরগঞ্জ কৃষি অফিসে ফাতেমা ইসলাম দীর্ঘ ছয় বছর চাকরি করেছেন। দীর্ঘদিন ধরে অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ বেশিরভাগ কর্মচারীর সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন চলছিল। এই কোন্দলের জেরেই তাকে কোনো সম্মাননা দেওয়া হয়নি বলে জানা গেছে।