মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

৫ বল খেলেই জয়ের নজির

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১১, ২০২৫, ০৯:১৬ পিএম

৫ বল খেলেই জয়ের নজির

ছবি- সংগৃহীত

ক্রিকেট মাঠে প্রায়ই এমন কিছু ঘটনা ঘটে যা অবিশ্বাস্য মনে হয়। বিশেষ করে যুব ক্রিকেটে অপ্রত্যাশিত ফলাফল ও রেকর্ড প্রায়শই দেখা যায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে তেমনই এক অভাবনীয় ঘটনা ঘটেছে। কানাডা ও আর্জেন্টিনার মধ্যকার একটি ম্যাচে এমন কিছু ঘটেছে যা ক্রিকেট ইতিহাসের পাতায় নতুন করে জায়গা করে নিতে পারত, যদি ম্যাচটির যুব ওয়ানডে মর্যাদা থাকত।

ছেলেদের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে মাত্র ৫ বল খেলেই জয়ের এক অবিশ্বাস্য নজির গড়েছে কানাডা অনূর্ধ্ব–১৯ দল। তারা আর্জেন্টিনাকে মাত্র ২৩ রানে অলআউট করে এই রেকর্ড গড়া জয় নিশ্চিত করে।

গত ১০ আগস্ট যুক্তরাষ্ট্রের জর্জিয়ার পরম বীর স্পোর্টস কমপ্লেক্সে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৯ দল। কিন্তু কানাডার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি তারা। ১৯.৪ ওভারে মাত্র ২৩ রানেই তাদের পুরো ইনিংস গুটিয়ে যায়। দলের কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের রান করতে পারেননি। এমনকি সাতজন ব্যাটসম্যান কোনো রান না করেই ফিরেছেন। দলের ২৩ রানের মধ্যে ৭ রান এসেছে ‘অতিরিক্ত’ থেকে। কানাডার পক্ষে বিধ্বংসী বোলিং করে জগমন্দীপ পাল ৫ ওভারে ৩ মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে ৬টি উইকেট তুলে নেন।

২৩ রানে অলআউট হলেও এটি যুব ওয়ানডেতে সর্বনিম্ন রানের রেকর্ড নয়। সেই রেকর্ডটি ২০০৪ সালের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কটল্যান্ডের ২২ রানের।

রান তাড়া করতে নেমে কানাডার জাতীয় দলের খেলোয়াড় ও অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক যুবরাজ সামরা প্রথম চার বলেই দুই চার ও দুই ছক্কা মেরে একাই ম্যাচ শেষ করে দেন। অন্য প্রান্তে তার সতীর্থ ধর্ম প্যাটেল ১ রানে অপরাজিত থাকেন।

যদিও এই ম্যাচটির কোনো যুব ওয়ানডে মর্যাদা ছিল না, কিন্তু যদি থাকত, তবে আর্জেন্টিনার ২৩ রানের ইনিংসটি হতো ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন যুব ওয়ানডে স্কোর, আর কানাডার ৫ বলে জয় হতো দ্রুততম রান তাড়ার রেকর্ড।