আগস্ট ১১, ২০২৫, ০১:১৯ পিএম
আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি ম্যাচের জয়-পরাজয় শুধু সিরিজ জয় বা হারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পড়ে আইসিসি র্যাঙ্কিংয়ের ওপরও। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেট দল নিয়মিত জয়ের ধারায় ফিরতে পারছে না। এরই মধ্যে পাকিস্তানের একটি পরাজয় অপ্রত্যাশিতভাবে বাংলাদেশের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের হারের কারণে এই ঘটনা ঘটেছে। এই জয়ে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের চেয়ে এক ধাপ উপরে উঠে এসেছে, যার ফলে বাংলাদেশ নেমে গেছে র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট এখন ৭৮, যা বাংলাদেশের বর্তমান ৭৭ পয়েন্টের চেয়ে এক পয়েন্ট বেশি।
বাংলাদেশের এই র্যাঙ্কিং পতন অবশ্য নতুন নয়। দীর্ঘ ১৯ বছর পর গত ৫ মে বাংলাদেশ আইসিসি র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে নেমেছিল। ২০০৫ সাল থেকে নিয়মিত জয়ের ধারায় আসা দলটি ২০০৬ সালে জিম্বাবুয়েকে পেছনে ফেলে ৯ নম্বরে উঠেছিল। এরপর দীর্ঘ সময় ধরে বাংলাদেশ শীর্ষ ১০ এর মধ্যেই ছিল। ২০২৫ সালে এসে আবার সেই অচেনা দশম স্থানে নেমে গেল বাংলাদেশ দল।
তবে বাংলাদেশের সেরা র্যাঙ্কিং ছিল ষষ্ঠ স্থানে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এবং পরে ২০২২ সালেও বাংলাদেশ এই অবস্থান অর্জন করেছিল। এরপর থেকেই দেশের ক্রিকেটে খারাপ সময় চলছে, যার ফল র্যাঙ্কিংয়ের এই পতন।
এদিকে, এই ম্যাচের ফলে পাকিস্তানও র্যাঙ্কিংয়ে পিছিয়েছে। সিরিজের এই পরাজয়ের পর তারা আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ৫ নম্বর অবস্থান থেকে নেমে ৬ষ্ঠ স্থানে চলে গেছে। তাদের এই অবস্থান দখল করেছে শ্রীলঙ্কা।
ওয়ানডের পাশাপাশি বাংলাদেশের টেস্ট র্যাঙ্কিংও সুখকর নয়, যেখানে তারা আছে ৯ নম্বরে। আর টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও বাংলাদেশের অবস্থান ১০ নম্বরেই।