আগস্ট ১১, ২০২৫, ১০:৪৪ এএম
আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে দলের পারফরম্যান্সে ব্যাপক পরিবর্তন আসে। তার উপস্থিতিতে প্রায় প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে মায়ামি। তবে সম্প্রতি লিগস কাপের এক ম্যাচে ইনজুরিতে পড়েন মেসি। তাকে ছাড়া এর আগে একটি ম্যাচে মায়ামি জিতলেও এবার আর পারল না। অরল্যান্ডো সিটির বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছে তারা। এই হার মায়ামির পয়েন্ট টেবিলে অবস্থানের ওপরও প্রভাব ফেলেছে।
ইনজুরির কারণে তারকা ফুটবলার লিওনেল মেসিকে ছাড়াই খেলতে নেমে অরল্যান্ডো সিটির কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছে ইন্টার মায়ামি। মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো আগেই জানিয়েছিলেন যে, মেসি এই ম্যাচের জন্য দলের সফরসঙ্গীও হননি। এই পরাজয়ের ফলে মায়ামি পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়েছে।
এই ম্যাচে অরল্যান্ডোর হয়ে জোড়া গোল করেছেন লুইস মুরিয়েল। এছাড়া মার্টিন ওজেদা ও মার্কো প্যাসালিচ একটি করে গোল করেছেন। ইন্টার মায়ামির পক্ষে একমাত্র গোলটি করেছেন ইয়ানিক ব্রাইট। এই জয়ে ২৬ ম্যাচ শেষে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে অরল্যান্ডো। অন্যদিকে, ২৩ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে নেমে গেছে মায়ামি।
গত ৩ আগস্ট লিগস কাপের ম্যাচে নিকাক্সার বিপক্ষে ইনজুরিতে পড়েন মেসি। বল ড্রিবলিং করে বক্সের দিকে যেতে গিয়ে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষের পর তিনি আহত হন। ইনজুরির কারণে পুমাসের বিপক্ষে আগের ম্যাচটিও খেলতে পারেননি মেসি, যদিও সেই ম্যাচে মায়ামি ৩-১ গোলে জিতেছিল।
রবিবার (১০ আগস্ট) ইন্টার এন্ড কো স্টেডিয়ামে ম্যাচের মাত্র ২ মিনিটেই অরল্যান্ডো লিড নেয়। এর তিন মিনিট পরই ব্রাইটের গোলে সমতায় ফেরে মায়ামি। তবে দ্বিতীয়ার্ধে মায়ামির পারফরম্যান্সের অবনতি ঘটে। বিরতি থেকে ফিরে ৫০ মিনিটে মুরিয়েল তার জোড়া গোল পূর্ণ করেন। এরপর ৫৮ মিনিটে ওজেদা এবং ৮৮ মিনিটে প্যাসালিচের গোলে অরল্যান্ডো স্বস্তির জয় নিশ্চিত করে।