আগস্ট ১১, ২০২৫, ১০:৩৭ এএম
ভারতীয় ক্রিকেট মহলে জোর গুঞ্জন চলছে যে, আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরের পর দুই অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। তবে এই গুঞ্জনকে সরাসরি উড়িয়ে দিয়েছেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি।
সম্প্রতি একটি অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলি বলেন, "এ ধরনের কোনো সিদ্ধান্ত সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই। খেলোয়াড়দের খেলার সময়কাল নির্ধারণ করা উচিত একমাত্র পারফরম্যান্সের ভিত্তিতে।"
অবসরের গুঞ্জনের নেপথ্যে
বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই বছর টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকেই তাদের ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে অনেকে সম্ভাব্য বিদায়ী সিরিজ হিসেবে দেখছেন।
সৌরভের মন্তব্য: পারফরম্যান্সই মাপকাঠি
গাঙ্গুলি এই বিষয়ে স্পষ্ট করে জানান, "আমি এ বিষয়ে কিছু জানি না, তাই মন্তব্য করতে পারছি না। যারা ভালো খেলবে, তারাই দলে থাকবে। যদি ভালো খেলে, তবে খেলা চালিয়ে যাওয়া উচিত।" তিনি কোহলি ও রোহিতের ওয়ানডে রেকর্ডের প্রশংসা করে বলেন, "কোহলির ওয়ানডে রেকর্ড অসাধারণ, রোহিত শর্মারও তাই। দুজনেই সাদা বলের ক্রিকেটে অসাধারণ খেলোয়াড়।"
প্রসঙ্গত, কোহলি ও রোহিত সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের হয়ে ফেব্রুয়ারি ২০২৫-এ খেলেন। গত বছর টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া এই দুই কিংবদন্তি ২০২৫ সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেন। রোহিত ৭ মে অবসরের ঘোষণা দেন, আর কোহলি ১২ মে তার ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারের স্মৃতিচারণ করে বিদায় জানান। এখন দেখার বিষয়, তাদের ওয়ানডে ক্যারিয়ারের ভবিষ্যৎ কী হয়।