আগস্ট ১১, ২০২৫, ০৪:২৪ পিএম
ফুটবল বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে লিওনেল মেসির নাম সবার উপরে থাকে। তার অসাধারণ দক্ষতা এবং মাঠে জাদু দেখানোর ক্ষমতা প্রতিপক্ষ দলের মনে সব সময় এক ধরনের ভয় তৈরি করে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্টিনা যখন অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়, তখন অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আর্নল্ড তার খেলোয়াড়দের এই ভয় থেকে মুক্ত রাখার জন্য এক অদ্ভুত কৌশল অবলম্বন করেছিলেন।
২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মধ্যকার শেষ ষোলোর ম্যাচটি ছিল এক শ্বাসরুদ্ধকর লড়াই। সেই ম্যাচের আগে অস্ট্রেলিয়া দলের কোচ গ্রাহাম আর্নল্ড তার খেলোয়াড়দের মানসিক চাপ কমানোর জন্য এক বিচিত্র কৌশল নিয়েছিলেন। সম্প্রতি ফুটবল খেলোয়াড়দের সংগঠন ফিফপ্রোর একটি অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার মিডফিল্ডার জ্যাকসন আরভিন।
জ্যাকসন আরভিন বলেন, “মেসির একটা অদ্ভুত জাদু আছে, যা আপনি তার সামনে দাঁড়ালেই বুঝতে পারবেন। আমাদের কোচ গ্রাহাম আর্নল্ড তাই তার নাম মুখে নিতেন না। ট্যাকটিক্যাল মিটিংয়ে তিনি শুধু বলতেন ‘নাম্বার ১০’। যেন তার নাম বললেই কোনো ভয় ঢুকে যাবে খেলোয়াড়দের মনে।”
তবে কোচের এই কৌশল মাঠে খুব একটা কাজে লাগেনি। ম্যাচের ৩৫ মিনিটে দুর্দান্ত এক বাঁকানো শটে গোল করে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। পুরো ম্যাচজুড়ে তিনি অজিদের রক্ষণভাগকে দারুণভাবে ভুগিয়েছেন।
ম্যাচ শেষে তৎকালীন সকারু কোচ আর্নল্ড নিজেও মেসির প্রশংসা করে বলেছিলেন, “সে অবিশ্বাস্য, সর্বকালের অন্যতম সেরা। আমরা সত্যিই কঠোর চেষ্টা করেছি যেন তার প্রতি মুগ্ধ না হই, কারণ তিনি একজন অসাধারণ খেলোয়াড়।”
শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আর্জেন্টিনা ২-১ ব্যবধানে ম্যাচটি জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে।