সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাশ ৪৮ শিক্ষার্থী

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১১, ২০২৫, ০৫:৪৮ পিএম

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাশ ৪৮ শিক্ষার্থী

ছবি- সংগৃহীত

প্রতি বছর এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর অনেক শিক্ষার্থী তাদের প্রাপ্ত ফল নিয়ে সন্তুষ্ট না হওয়ায় বা কোনো ভুল হয়েছে মনে করে খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে। এই প্রক্রিয়ায় উত্তরপত্র আবার যাচাই করা হয়, তবে নতুন করে মূল্যায়ন করা হয় না। এর মাধ্যমে ফলাফল গণনা বা নম্বর যোগে কোনো ভুল থাকলে তা সংশোধন করা হয়। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে রাজশাহী বোর্ডে বেশ কিছু শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে, যা অনেক শিক্ষার্থীর মাঝে নতুন করে আশার সঞ্চার করেছে।

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ৪৮ জন শিক্ষার্থী ফেল থেকে পাশ করেছেন। রবিবার (১০ আগস্ট) বিকালে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে এই তথ্য জানানো হয়।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এসএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য মোট ৬১ হাজার ২৭৯ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে ৩২৩ জনের ফলাফলে পরিবর্তন এসেছে। পরিবর্তিত ফলাফলে দেখা গেছে, ৩৫ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।

পাশাপাশি, ৪৮ জন শিক্ষার্থী ফেল থেকে পাশ করেছেন, তবে তাদের মধ্যে কেউ জিপিএ-৫ অর্জন করতে পারেননি। এছাড়া আরও ১৬ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তিত হয়েও ফেলই রয়ে গেছে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, পুনর্নিরীক্ষণে যারা ফেল থেকে পাস করেছেন তাদের বিস্তারিত ফলাফল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তিনি আরও জানান, এই পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ৮২ হাজার ৭৯২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ওই বছর গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৩ শতাংশ।