বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখার আহ্বান ইউনূসের

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১২, ২০২৫, ০৬:৪৬ পিএম

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখার আহ্বান ইউনূসের

ছবি- সংগৃহীত

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘমেয়াদে উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, “বাংলাদেশি শ্রমিকদের এখানে খুব ভালোভাবে দেখা হয়—বন্ধু হিসেবে, পরিবারের সদস্য হিসেবে। আমরা এজন্য মালয়েশিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। আশা করি, এই দরজা খোলা থাকবে এবং আরও বড় হবে, যাতে আরও বেশি তরুণ বাংলাদেশি মালয়েশিয়ায় এসে কাজ করতে পারে।”

নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ আরও বলেন, মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান শ্রম সহযোগিতা উভয় দেশের জন্যই দীর্ঘমেয়াদি পারস্পরিক সুফল বয়ে আনছে। মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিমের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৮ লাখ ৯৮ হাজার ৯৭০ জন বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় কাজ করছেন, যা দেশটির বিদেশি শ্রমিকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যা।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশি শ্রমিকদের অবদানের কথা স্বীকার করে বলেন, “আপনাদের শ্রমিকরা আমাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই বাংলাদেশ আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার।” তিনি জানান, শ্রমিকদের সুবিধার্থে মালয়েশিয়া সম্প্রতি একাধিক প্রবেশ ভিসা (মাল্টিপল এন্ট্রি) সুবিধা চালু করেছে।

এই নতুন নীতি ৮ আগস্ট থেকে কার্যকর হয়েছে, যার ফলে বৈধ অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস ও সিঙ্গেল এন্ট্রি ভিসা থাকা বাংলাদেশি শ্রমিকদের আর আলাদা করে মাল্টিপল এন্ট্রি ভিসার আবেদন করতে হবে না।