বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসে মোস্তাফিজ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১২, ২০২৫, ১১:২৯ পিএম

আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসে মোস্তাফিজ

ছবি- সংগৃহীত

বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দল পেয়েছেন। আগামী মৌসুমে তাকে দেখা যাবে দুবাই ক্যাপিটালসের জার্সিতে। মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

দুবাই ক্যাপিটালস জানিয়েছে, ইংলিশ পেসার লুক উডের বদলি হিসেবে মোস্তাফিজকে দলে নেওয়া হয়েছে। এর আগে, আইপিএলে তিনি একইভাবে মিচেল স্টার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছিলেন, যা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার আরেকটি চমকপ্রদ সুযোগ।

আগামী ৩০ সেপ্টেম্বর আইএল টি-টোয়েন্টির নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, তার আগেই দল নিশ্চিত হয়েছে 'কাটার মাস্টারের'। প্রতিযোগিতাটি মাঠে গড়াবে আগামী ২ ডিসেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি।

এটি হবে মোস্তাফিজের চতুর্থ আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগ খেলার অভিজ্ঞতা। এর আগে তিনি লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং ভাইটালিটি ব্লাস্টে খেলেছেন। এবারও তার কাটার এবং স্লোয়ারের ওপর ভর করে নতুন দল দুবাই ক্যাপিটালস সাফল্যের প্রত্যাশা করছে।