আগস্ট ১২, ২০২৫, ১১:১২ এএম
কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবে ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়। নতুন কোচ জাবি আলোনসো দলের স্কোয়াড ঢেলে সাজানোর পরিকল্পনা করায় রদ্রিগোর ক্লাব ছাড়ার গুঞ্জন আবারও জোরালো হয়েছে। তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জাবি আলোনসো রিয়ালের দায়িত্ব নেওয়ার পর দলের ৫ জন ফুটবলারকে বাদ দিতে যাচ্ছেন, যার মধ্যে রদ্রিগো অন্যতম। এই পরিস্থিতিতে রদ্রিগোকে পেতে মরিয়া ম্যানচেস্টার সিটি। গত মৌসুমেও সিটি কোচ পেপ গার্দিওলা তাকে দলে নিতে চেয়েছিলেন, কিন্তু তখন রিয়াল তাকে ছাড়তে রাজি হয়নি।
এদিকে, ম্যানচেস্টার সিটিতে স্যাভিনহোর ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ায় ক্লাবটি তার জায়গায় নতুন খেলোয়াড় খুঁজছে। স্যাভিনহোকে টটেনহ্যাম দলে নিতে চায় এবং তার জন্য ৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও দিয়েছে। পাশাপাশি গ্রিলিশও ক্লাব ছাড়ার পথে, তিনি এভারটনে যোগ দিতে পারেন। এই শূন্যস্থান পূরণে রদ্রিগোকে দলে টানতে আবারও চেষ্টা করছে সিটি।
ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রদ্রিগো যদি ক্লাব ছাড়তে চান, তাহলে রিয়াল মাদ্রিদ তাকে বাধা দেবে না। তবে তার জন্য রিয়াল ১০০ মিলিয়ন ইউরোর বিশাল অঙ্কের ট্রান্সফার ফি চাইছে। যদি স্যাভিনহোকে বিক্রি করতে পারে সিটি, তাহলে রদ্রিগোকে কেনার পথ তাদের জন্য সহজ হবে।
আর্সেনালও এখনো রদ্রিগোকে পেতে আগ্রহী, তবে লিভারপুল এই প্রতিযোগিতা থেকে নিজেদের আগেই সরিয়ে নিয়েছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত রদ্রিগোর নতুন গন্তব্য কোথায় হয়।