বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

পাম অয়েলের দাম কমল লিটারে ১৯ টাকা, নতুন দাম ১৫০

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১২, ২০২৫, ০২:০৩ পিএম

পাম অয়েলের দাম কমল লিটারে ১৯ টাকা, নতুন দাম ১৫০

ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে সরকার পাম অয়েলের দাম কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে। এখন থেকে প্রতি লিটার পাম অয়েল ১৯ টাকা কমে ১৫০ টাকা দরে বিক্রি হবে। মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম নিম্নমুখী হওয়ায় ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশের ভিত্তিতে এই মূল্য হ্রাস করা হয়েছে। এর আগে প্রতি লিটার খোলা পাম অয়েল বিক্রি হচ্ছিল ১৬৯ টাকায়। এই সিদ্ধান্তের ফলে ভোক্তারা লিটারে ১৯ টাকা কমে পাম অয়েল কিনতে পারবেন।

তবে বাণিজ্য সচিব এও জানান যে, সয়াবিন তেলের দাম আন্তর্জাতিক বাজারে না কমায় আপাতত এর মূল্য কমানো সম্ভব হয়নি। তাই বোতলজাত সয়াবিন তেল আগের মতো প্রতি লিটার ১৮৯ টাকায় অপরিবর্তিত থাকবে। এই মূল্য নির্ধারণের মাধ্যমে সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।