বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

ইমরানের জামিন আবেদনে পাঞ্জাব সরকারকে সুপ্রিম কোর্টের নোটিশ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১২, ২০২৫, ০৪:৫৭ পিএম

ইমরানের জামিন আবেদনে পাঞ্জাব সরকারকে সুপ্রিম কোর্টের নোটিশ

ছবি- সংগৃহীত

৯ মে’র সহিংসতা মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের জামিন আবেদনের বিষয়ে পাঞ্জাব সরকারকে নোটিশ জারি করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১২ আগস্ট) দেশটির গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।

দেশটির প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ লাহোর হাইকোর্টের দেওয়া জামিন প্রত্যাখ্যানের আদেশের বিরুদ্ধে ইমরানের দাখিল করা একাধিক আবেদনের শুনানি শুরু করে। শুনানিতে প্রধান বিচারপতি আফ্রিদি বলেন, আপাতত আদালত এই মামলার আইনি দিক নিয়ে পর্যালোচনা করবে না। তিনি জানান, আজকের শুনানিতে আদালত কেবল নোটিশ জারি করছে, কারণ এই পর্যায়ে আইনি পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করলে মামলার যে কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হতে পারে।

প্রধান বিচারপতি উভয় পক্ষের আইনজীবীদের পরবর্তী শুনানির জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানির তারিখ ১৯ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি আছেন। তিনি পাকিস্তানের সংবিধানের ১৮৫(৩) অনুচ্ছেদের অধীনে আপিলের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। এর আগে চলতি বছরের ২৪ জুন লাহোর হাইকোর্ট তার জামিন আবেদন খারিজ করে দিয়েছিল। আদালত তখন জানিয়েছিল, ইমরান খানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো গুরুতর হওয়ায় তার জামিন আবেদন বাতিল করা হলো।