মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

ছক্কার ঝড়ে শীর্ষে অস্ট্রেলিয়া, বাংলাদেশের উন্নতি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১২, ২০২৫, ০৯:৫৪ এএম

ছক্কার ঝড়ে শীর্ষে অস্ট্রেলিয়া, বাংলাদেশের উন্নতি

ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসাবে হাজার ছক্কার মাইলফলক ছুঁয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ২০২৩ সালে প্রতি ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো দল এখন অস্ট্রেলিয়া। মিচেল মার্শের নেতৃত্বাধীন এই দলটি ছক্কা ছাড়া যেন কথা বলে না!

এ বছর মাত্র ছয়টি টি-টোয়েন্টি খেলেই অস্ট্রেলিয়ার ছক্কা সংখ্যা ৭৭টি। অর্থাৎ, প্রতি ম্যাচে তারা গড়ে ১২.৮৩টি করে ছক্কা মেরেছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও তারা ১৩টি ছক্কা হাঁকিয়েছে, যার মধ্যে আটটিই ছিল বিধ্বংসী ব্যাটসম্যান টিম ডেভিডের ব্যাট থেকে।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার অল-টাইম রেকর্ড এখনো ওয়েস্ট ইন্ডিজের দখলে। তারা ২২৮ ম্যাচে ১৭২১টি ছক্কা মেরে এই তালিকার শীর্ষে রয়েছে। তবে ২০২৩ সালে ১২ ম্যাচে ১৩০টি ছক্কা মেরেছে তারা, যা ম্যাচপ্রতি ১০.৮৩টি করে। এই হিসেবে অস্ট্রেলিয়ার চেয়ে তারা পিছিয়ে আছে। অন্যদিকে, পাকিস্তান ১৪ ম্যাচে ১০৮টি ছক্কা মেরেছে, যা গড়ে ৭.৭১টি করে।

এ বছর একটি উল্লেখযোগ্য উন্নতি করেছে বাংলাদেশও। প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে ছক্কার সেঞ্চুরি করেছে টাইগাররা। ১২ ম্যাচে ১০০টি ছক্কা মেরেছে বাংলাদেশ, অর্থাৎ ম্যাচপ্রতি গড়ে ৮.৩৩টি করে। অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের তুলনায় কিছুটা পিছিয়ে থাকলেও, বাংলাদেশের জন্য এটি একটি বড় অর্জন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সব মিলিয়ে ছক্কাবাজ দলের তালিকায় বাংলাদেশের অবস্থান দশম। ১৯৪ ম্যাচে বাংলাদেশের মোট ছক্কা সংখ্যা ৮২৪টি। যেখানে মাত্র ১৪১ ম্যাচে আফগানিস্তানই ৮৩৯টি ছক্কা মেরেছে। এই পরিসংখ্যান থেকে বোঝা যায়, আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কা মারার প্রবণতায় বাংলাদেশের আরও উন্নতি করার সুযোগ রয়েছে।