মো: ফাহিম সরকার
আগস্ট ১২, ২০২৫, ০১:১৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারের দাবিতে বিরামপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১২ আগস্ট, ২০২৫) বিকেলে বিরামপুর উপজেলার জিরো পয়েন্টে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিরামপুর উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি গাজীপুরের এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় একাত্মতা প্রকাশ করে পার্শ্ববর্তী নবাবগঞ্জ ও হাকিমপুর উপজেলার সাংবাদিকরাও মানববন্ধনে যোগ দেন।
মানববন্ধন থেকে বক্তারা সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন হামলা ও হত্যা মেনে নেওয়া যায় না।