আগস্ট ১২, ২০২৫, ০৬:২১ পিএম
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচেই রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটসম্যান ডেওয়াল্ড ব্রেভিস। মঙ্গলবার (১২ আগস্ট) অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে তিনি মাত্র ৫৬ বলে ১২৫ রানের এক অসাধারণ ইনিংস খেলেন।
দল যখন ৪৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে, তখন চার নম্বরে ব্যাট করতে নামেন ব্রেভিস। শুরুতে দেখে-শুনে খেললেও দ্রুতই খোলস ছেড়ে বেরিয়ে আসেন তিনি। মাত্র ২৫ বলে তার অভিষেক ফিফটি পূর্ণ হয়। পরের ৫০ রান করতে তিনি খেলেন মাত্র ১৬ বল। সবমিলিয়ে ৪১ বলে তিনি তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন।
২২ বছর ১০৫ দিন বয়সে সেঞ্চুরি হাঁকিয়ে দেশের হয়ে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েন ব্রেভিস। এর আগে এই রেকর্ডটি ছিল রিচার্ড লেভির দখলে, যিনি ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪ বছর ৩৬ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন।
এছাড়াও, দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলার কীর্তিও এখন ব্রেভিসের। এর আগে ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাফ ডু প্লেসির খেলা ১১৯ রানের ইনিংসটি ছিল সর্বোচ্চ। তবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এখনো ডেভিড মিলারের দখলেই আছে, যিনি বাংলাদেশের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন।
ব্রেভিসের এই বিস্ফোরক ব্যাটিং আন্তর্জাতিক ক্রিকেটে তার উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে।