আগস্ট ১৩, ২০২৫, ১১:০৪ এএম
স্প্যানিশ লা লিগার একটি ম্যাচ যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজনের প্রস্তাবে সম্মত হয়েছে বার্সেলোনা এবং ভিয়ারিয়াল। তবে এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করে বিবৃতি দিয়েছে ক্লাব রিয়াল মাদ্রিদ। তাদের দাবি, এই ধরনের আয়োজন প্রতিযোগিতার মৌলিক নীতির লঙ্ঘন এবং একটি অগ্রহণযোগ্য নজির স্থাপন করবে।
চলতি বছরের ২০ ডিসেম্বর লা লিগার সপ্তদশ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের। এই ম্যাচটি মায়ামির হার্ডরক স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা করেছে লা লিগা ও স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন (আরএফইএফ)। উভয় ক্লাবই ইতোমধ্যে তাতে সম্মতি দিয়েছে।
এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, তারা এই প্রস্তাবকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। ক্লাবটির মতে, প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্লাবগুলোকে অবহিত বা পরামর্শ না করেই আরএফইএফ এই সিদ্ধান্ত নিয়েছে। রিয়াল মাদ্রিদ আরও জানায়, “মায়ামিতে ম্যাচ আয়োজন হোম-অ্যাওয়ে লিগ ফরম্যাটে আঞ্চলিক পারস্পরিকতার মূল নীতি লঙ্ঘন করবে।” এ বিষয়ে রিয়াল মাদ্রিদ উয়েফা, স্প্যানিশ ফুটবল সংস্থা এবং সুপ্রিম স্পোর্টস কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ করেছে।
উল্লেখ্য, লা লিগা প্রধান হাভিয়ের তেবাস বেশ কয়েক বছর ধরেই স্পেনের বাইরে লিগের ম্যাচ আয়োজন করতে আগ্রহী। এর আগে ২০১৯ সালে বার্সেলোনা ও জিরোনার ম্যাচ এবং গত মৌসুমে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদের ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়োজনের চেষ্টা করা হলেও ফিফার বিরোধিতায় তা ব্যর্থ হয়।
লা লিগার এই পরিকল্পনা বাস্তবায়নে এখনও অনেক পক্ষের সম্মতি প্রয়োজন। উয়েফা, যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন, কনকাকাফ এবং সবশেষে ফিফার চূড়ান্ত অনুমোদন ছাড়া এটি সম্ভব নয়।