আগস্ট ১৩, ২০২৫, ০২:০৮ পিএম
জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে। বুধবার (১৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শহীদ মো. ইয়াকুবের মা রহিমা আক্তার সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং ছেলের মৃত্যুর জন্য তৎকালীন সরকারপ্রধানসহ উচ্চপদস্থদের বিচার দাবি করেন।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এদিন দুপুর ১২টা ২০ মিনিটে সাক্ষীর ডায়াসে ওঠেন রহিমা আক্তার। নিজের পরিচয় দিয়ে তিনি চানখারপুলের ঘটনা নিয়ে জবানবন্দি দিতে শুরু করেন। ছেলের মৃত্যুর মর্মান্তিক বর্ণনা দিতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।
একপর্যায়ে তিনি কান্নাজড়িত কণ্ঠে ছেলে ইয়াকুব হত্যার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নাম উল্লেখ করে তাদের বিচার দাবি করেন।
মামলায় প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন।
এর আগে গত ১১ ও ১২ আগস্ট মামলার প্রথম ও দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীদের জেরা করেন। আজও কারাগার থেকে মামলার চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন শাহবাগ থানার সাবেক ওসি মো. আরশেদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি ছয়জন নিহত হন। এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ চারজন এখনো পলাতক রয়েছেন।