আগস্ট ১৮, ২০২৫, ০৯:০৩ পিএম
পেশাজীবী সংগঠন হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী রোববার (১৭ আগস্ট) উৎসবমুখর ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। মাত্র তিন বছরেই সংগঠনটি হাটহাজারীতে সাংবাদিকতায় একটি নির্ভরযোগ্য নাম হিসেবে পরিচিতি লাভ করেছে, যা দেশের বাইরে থাকা প্রবাস সম্প্রদায়ের কাছেও গর্বের বিষয়।
পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আর জে এফ’র চেয়ারম্যান ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এস এম জহিরুল ইসলাম। বক্তারা সাংবাদিকতাকে একটি চ্যালেঞ্জিং পেশা হিসেবে উল্লেখ করে বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য অনেক বাধাবিপত্তি অতিক্রম করতে হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মুমিন, দৈনিক নয়া বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক জিয়াউদ্দিন এম এনায়েত উল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক কে এম মনজুরুল হক জাহেদ ও সদস্য সচিব সুমন পল্লবের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন, গীতা ও ত্রিপিটক পাঠ করা হয়। দিবসটি উপলক্ষে অতিথিরা কেক কাটার পাশাপাশি 'ঐক্য' নামে একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল ১৭টি ক্যাটাগরিতে গুণীজন সংবর্ধনা এবং হাটহাজারী উপজেলার ১০ জন সাংবাদিককে সাংবাদিকতায় বিশেষ সম্মাননা প্রদান। পাশাপাশি, নবতরুণ ব্লাড ব্যাংকের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
বক্তারা হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের প্রশংসা করে বলেন, এই সংগঠনের নেতারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদের যেভাবে যুক্ত রেখেছেন তা প্রশংসার দাবিদার।