মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

বিরামপুরে কলেজছাত্রীকে নির্যাতন, বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ

মো:ফাহিম সরকার

আগস্ট ১৯, ২০২৫, ১২:২৪ এএম

বিরামপুরে কলেজছাত্রীকে নির্যাতন, বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরামপুরে এক কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মামা মো. জয় বাবু শনিবার বিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আশরাফী আক্তার ঐশীর (১৭) সঙ্গে স্থানীয় যুবক মেহেদী হাসান ফরহাদের (২১) প্রেমের সম্পর্ক ছিল। এরপর দেনমোহর বাবদ ১ লাখ টাকা ধার্য করে স্থানীয় কাজীর মাধ্যমে তাদের বিয়ে হয়।

তবে বিয়ের কিছুদিন পর থেকেই ফরহাদ তার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন। অভিযোগে বলা হয়েছে, গত ২৯ জুলাই ফরহাদের ডাকে ঐশী তার শ্বশুরবাড়িতে গেলে ফরহাদ, তার বাবা মশিয়ার রহমান এবং মা মিলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন ও এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে তাকে চুল ধরে টেনেহিঁচড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এতে ঐশীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে ঐশী তার মামার বাড়িতে আশ্রয় নিয়েছেন। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা বিভিন্ন সময় তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন, যা তার নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগীর মামা মো. জয় বাবু বলেন, "আমার ভাগনি এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। অভিযুক্তরা বারবার হুমকি দিচ্ছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ব্যবস্থা চাই।"

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।