মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

ফুলছড়িতে কৃষকদের প্রতিবাদ: ন্যায্যমূল্যে সার ও বাজারজাতকরণের দাবি

মোস্তাফিজুর রহমান

আগস্ট ১৮, ২০২৫, ০৭:৪১ পিএম

ফুলছড়িতে কৃষকদের প্রতিবাদ: ন্যায্যমূল্যে সার ও বাজারজাতকরণের দাবি

ছবি-দিনাজপুর টিভি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে উৎপাদিত কৃষিপণ্যের সুষ্ঠু বাজারজাতকরণ এবং সারের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নের নারী, পুরুষ ও সাধারণ জনগণ এই প্রতিবাদে অংশ নেন।

সহায়তায় এবং এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে 'কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন' কর্মসূচির উদ্যোগে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, চরাঞ্চলে বাজার ব্যবস্থাপনার অভাবে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না। একই সঙ্গে সারের নির্দিষ্ট ডিলার না থাকায় মধ্যস্বত্বভোগীরা কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রি করছেন, যার ফলে কৃষকদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।

প্রতিবাদ কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন ফজলুপুর ইউপি সদস্য ময়েজ মিয়া, উত্তর খাটিয়ামারী কাশফুল নারী দলের সভাপতি মাজেদা বেগম, টাওয়ার বাজার জবা নারী দলের সদস্য ইয়াসমিন খাতুন, পশ্চিম পারুল বেগম রোকেয়া নারী দলের সভাপতি হামিদা বেগম, যুবক যুবতী দলের সদস্য নুরুল ইসলাম, সাজু মিয়া এবং টেংরাকান্দি বেলি নারী দলের সদস্য মোর্শেদা বেগম

বক্তারা অবিলম্বে চরাঞ্চলে কৃষিপণ্যের সঠিক বাজারজাতকরণ, সংরক্ষণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য সরকারের কাছে জোর দাবি জানান।