সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

চাকরি ফিরে পেতে ফের আন্দোলনে রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষকরা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৮, ২০২৫, ০৬:৪৩ পিএম

চাকরি ফিরে পেতে ফের আন্দোলনে রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষকরা

ছবি- সংগৃহীত

চাকরিতে পুনর্বহালের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোর শিক্ষা কার্যক্রম থেকে চাকরিচ্যুত স্থানীয় প্রায় দেড় হাজার শিক্ষক। আমরণ অনশনের ঘোষণা দিয়ে সোমবার (১৮ আগস্ট) সকাল ৭টা থেকে উখিয়ার কোটবাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

আন্দোলনকারীদের অবস্থানের কারণে উখিয়া-টেকনাফ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হন। জনদুর্ভোগ বিবেচনায় বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনকারীরা আজকের মতো কর্মসূচি শেষ করলেও, তারা মঙ্গলবারও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আন্দোলনকারী শিক্ষক শহিদুল ইসলাম শামীম বলেন, "আমরা অনেকবার আন্দোলন করেছি, শুধু আশ্বাস পেয়েছি। কাজের কাজ কিছুই হয়নি। এটি আমাদের শেষ পদক্ষেপ, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।" এই আন্দোলনে সংহতি প্রকাশ করে অংশ নেন ২৪ এর গণঅভ্যুত্থানের সাবেক সমন্বয়ক জিনিয়া শারমিন রিয়া। তিনি বলেন, এটি আমাদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন, স্থানীয় ভাই-বোনদের অধিকারের দাবিতে আমরা রাজপথে নেমে এসেছি।

পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন কক্সবাজারের পুলিশ সুপার সাঈফ উদ্দিন শাহীন। তিনি জানান, ১৫০ জন শিক্ষকের চাকরির ব্যবস্থা করা হয়েছে এবং বাকিদের জন্যও আবেদন করা হয়েছে। তবে তিনি আন্দোলনকারীদের রাস্তা অবরোধ করার সমালোচনা করে বলেন, “ডমেসটিক বিষয়গুলো আরআরআরসি ও ইউনিসেফের দায়িত্ব। কিন্তু যাদের কাছে যাওয়া দরকার, সেখানে না গিয়ে তারা রাস্তায় আন্দোলন করছেন।”

উল্লেখ্য, গত জুনে জাতিসংঘ আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল (ইউনিসেফ) তহবিল সংকটের কারণ দেখিয়ে এসব শিক্ষকদের ছাঁটাই করার কথা জানায়। রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য আশ্রয়শিবিরে সাড়ে চার হাজারের বেশি শিক্ষাকেন্দ্র চালু আছে, যেখানে প্রায় দুই লাখ ৩০ হাজার শিশু পড়াশোনা করে।