সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

মধুমতী নদীতে কুমিরের দেখা, সতর্কতায় প্রশাসনের মাইকিং

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৮, ২০২৫, ১২:১১ পিএম

মধুমতী নদীতে কুমিরের দেখা, সতর্কতায় প্রশাসনের মাইকিং

ছবি- সংগৃহীত

সারাদেশ-এর নদীগুলোতে প্রায়শই বন্যপ্রাণীর দেখা মেলে। সম্প্রতি মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতী নদীতে একটি কুমিরের দেখা মিলেছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। গত শনিবার (১৬ আগস্ট) বিকেলে এক স্থানীয় বাসিন্দা কুমিরটির ভিডিও ধারণ করেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মো. হানিফ বলেন, “দীর্ঘদিন ধরেই মাগুরার শ্রীপুর উপজেলার গড়াই নদী ও মহম্মদপুর উপজেলার মধুমতী নদীতে কুমির দেখা যাওয়ার জনশ্রুতি চলছিল। কিন্তু এবার মধুমতী ব্রিজের ওপর থেকে ধারণ করা ভিডিওতে কুমিরটিকে খুব স্পষ্টভাবে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এটি প্রায় ১৫ ফুট লম্বা একটি প্রাপ্তবয়স্ক কুমির।”

স্থানীয় আরেক বাসিন্দা রাসেল বলেন, “অতীতে মধুমতী নদীতে কুমির দেখা যাওয়ার ইতিহাস থাকলেও দীর্ঘদিন পর আবারও কুমিরের দেখা মেলায় জনমনে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।” তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জননিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর আক্তার বলেন, “মধুমতী নদীতে কুমির ভেসে বেড়ানোর বিষয়টি লোকমুখে শুনেছি এবং ভিডিওতে দেখেছি। এ ঘটনার পর নদীর তীরবর্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের জনসচেতনতার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক করতে মাইকিং করা হয়েছে।”

এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে নদীর তীরবর্তী এলাকার মানুষদের বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য আহ্বান জানানো হয়েছে।