সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

প্রয়াত স্ত্রীকে চিরতরে বুকে খোদাই করে রাখলেন পরাগ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৮, ২০২৫, ১২:৫২ পিএম

প্রয়াত স্ত্রীকে চিরতরে বুকে খোদাই করে রাখলেন পরাগ

ছবি- সংগৃহীত

প্রিয়জন হারানোর বেদনা কতটা গভীর হতে পারে, তার এক জীবন্ত উদাহরণ স্থাপন করেছেন প্রয়াত অভিনেত্রী শেফালি জারিওয়ালার স্বামী পরাগ ত্যাগী। গত ২৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে শেফালি আকস্মিকভাবে মারা যান। এরপর থেকেই তার স্বামী পরাগ জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন। এই শোকের মধ্যেও স্ত্রীর প্রতি তার অটুট ভালোবাসা যেন আরও গভীর হয়েছে।

গত ১২ আগস্ট ছিল পরাগ ও শেফালির ১১তম বিবাহবার্ষিকী। প্রিয় মানুষটিকে ছাড়া এটি ছিল পরাগের প্রথম বিবাহবার্ষিকী। পরাগ স্ত্রীকে হারিয়েছেন, কিন্তু তার স্মৃতিকে ধরে রাখার জন্য নিরন্তর চেষ্টা করছেন। সেই চেষ্টারই এক নতুন ধাপ হিসেবে এবার শেফালির মুখাবয়ব নিজের বুকে ট্যাটু করিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও, যেখানে দেখা যায় পরাগের বুকের বাম দিকে শেফালির ট্যাটুটি।

শেফালির রেখে যাওয়া পোষা প্রাণী সিম্বাকে নিয়ে কোনোভাবে দিন কাটাচ্ছিলেন পরাগ। কিন্তু স্ত্রীকে নিজের থেকে আলাদা করে রাখতে তার মন সায় দিচ্ছিল না। তাই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পরাগ শুধু ট্যাটু করেই থেমে থাকেননি, বরং স্ত্রীর শেষ ইচ্ছেও পূরণ করেছেন। শেফালির জীবদ্দশায় একটি স্বেচ্ছাসেবী সংস্থা তৈরির ইচ্ছে ছিল। পরাগ সেই ইচ্ছে পূরণ করে ‘শেফালি জরিওয়ালা রাইজ ফাউন্ডেশন ফর গার্লস এডুকেশন অ্যান্ড উইমেন এমপাওয়ারমেন্ট’ নামে একটি সংস্থা চালু করেছেন।

২০১৪ সালের ১২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দম্পতি। তাদের ভালোবাসা ও স্মৃতির বন্ধন যে কতটা দৃঢ়, তা পরাগের এই কাজগুলো থেকে স্পষ্ট হয়ে ওঠে।