সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

ফারুকীর কাছে বাংলাদেশে ‘ধূমকেতু’ মুক্তির অনুরোধ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৭, ২০২৫, ০৬:৩৮ পিএম

ফারুকীর কাছে বাংলাদেশে ‘ধূমকেতু’ মুক্তির অনুরোধ

ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সিনেমা 'ধূমকেতু' এবার বাংলাদেশে মুক্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এর প্রযোজক রানা সরকার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর কাছে এই সিনেমাটি বাংলাদেশে মুক্তির জন্য অনুরোধ জানিয়েছেন। এই ঘটনা বিনোদন অঙ্গনে বেশ আলোড়ন তুলেছে।

নিজের ফেসবুকে রানা সরকার লিখেছেন, “বাংলাদেশে ধূমকেতু রিলিজ দিতে আমরা আগ্রহী...। বাংলাদেশ সরকারকে অনুরোধ আপনারা আমাদের অনুমতি দিন বাংলাদেশের অগুনতি সিনেমাপ্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে।”

এরপর তিনি সরাসরি প্রধান উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে উদ্দেশ্য করে লেখেন, “মাননীয় বাংলাদেশ সরকার ও মাননীয় উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী আমাদের আবেদন মঞ্জুর করুন।” তিনি বাংলাদেশের দেব-শুভশ্রী ভক্তদেরও সরকারকে অনুরোধ করার আহ্বান জানিয়েছেন।

১৪ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’। প্রথম দিনেই ২৫০টিরও বেশি শো হাউসফুল হয়। প্রযোজক জানিয়েছেন, সিনেমাটি মুক্তির দিন দুই কোটি রুপির বেশি আয় করেছে। প্রথম সপ্তাহে শুধু পশ্চিমবঙ্গে মুক্তি পেলেও আগামী ২২ আগস্ট সারা ভারতে মুক্তি পাবে।

সিনেমাটিতে দেব ও শুভশ্রী ছাড়াও রুদ্রাণী ঘোষ, দুলাল রায়, অলকানন্দা রায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও চিরঞ্জিৎ চক্রবর্তী প্রমুখ অভিনয় করেছেন।