সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারে নিয়ে যেতে চায় বাংলাদেশ ব্যাংক

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৭, ২০২৫, ১০:৪৮ পিএম

রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারে নিয়ে যেতে চায় বাংলাদেশ ব্যাংক

ছবি- সংগৃহীত

ব্যাংক ও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ খবর জানাল বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের শুরুতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দায় পরিশোধের আগে দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের কাছাকাছি নিয়ে যেতে চায়। এর ফলে আকুর দেনা শোধ করার পরেও রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের কাছাকাছি থাকবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাইয়ের প্রথম সপ্তাহে আকুর দেনা বাবদ ২০১ কোটি ডলার পরিশোধ করার পর দেশের রিজার্ভ ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলারে নেমে এসেছিল। তবে তা আবার বেড়ে ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।

রোববার দিনের শুরুতে রিজার্ভ ছিল ৩ হাজার ৮৪ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, শিগগিরই তা ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের আগেই তা আরও বেড়ে ৩ বিলিয়ন ২০০ কোটি ডলারের কাছাকাছি চলে যেতে পারে।

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।