আগস্ট ১৭, ২০২৫, ০৯:০৯ পিএম
গণপিটুনির ঘটনায় ফের প্রাণহানির খবর এসেছে। সাভারের সিআরপি এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম সাব্বির (১৯)। শনিবার (১৬ আগস্ট) রাতে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোববার (১৭ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোতাছিম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৯ আগস্ট সাভার পৌর এলাকার সিআরপিতে সাব্বির ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে বেধড়ক মারধর করে। এসময় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে রেশমা বেগম নামে এক নারী সাব্বিরের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রেশমা বেগম ও তার পরিবারের সদস্যরা ঢাকা-আরিচা মহাসড়কের সিআরপিতে নামলে সাব্বির সুইচ গিয়ার চাকু দিয়ে তাদের মালামাল লুট করার চেষ্টা করে। এসময় বাধা দিলে সে একজনকে কামড় দেয় ও আরেকজনকে ছুরিকাঘাত করে।
নিহত সাব্বিরের বাবা মানিক হাজী অবশ্য ভিন্ন কথা বলছেন। তিনি দাবি করেন, তার ছেলে একটি হোন্ডা গ্যারেজে কাজ করতো এবং ঘটনার দিন রাগ করে বাড়ি থেকে বের হয়েছিল। তার ভাষ্যমতে, তার ছেলে কেবল এক ব্যক্তির কাছে সিগারেট চেয়েছিল, আর তা থেকেই মারধরের সূত্রপাত হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, সাব্বিরের বিরুদ্ধে আগে থেকেই একটি চুরির মামলা ছিল এবং তার কাছ থেকে একটি চাকুও জব্দ করা হয়েছে। গণপিটুনিতে হত্যার ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।