আগস্ট ১৭, ২০২৫, ০৭:৩৪ পিএম
জনপ্রিয় অভিনেত্রী রুনা খান এবার নতুন পরিচয়ে আসছেন। রুপালি পর্দার মানুষদের জীবনের গল্প নিয়ে নির্মিতব্য ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ নামের সিনেমায় তিনি চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করবেন। এই ছবির মাধ্যমে ১৭-১৮ বছর পর আবারও বড় পর্দায় কাজ করতে যাচ্ছেন তিনি। এটি বিনোদন জগতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
নির্মাতা আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় এই চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে রুনা খান বলেন, “গত শীতে এই সিনেমা নিয়ে আমার সঙ্গে কথা শুরু হয়। বলা গল্পটা আমার ভালো লাগে। এরপর চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হলে চুক্তিবদ্ধ হই।”
তিনি আরও বলেন, এই সিনেমায় একজন চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করবেন। এই চরিত্রের মূল ফোকাস থাকবে নায়িকার পর্দার বাইরের জীবন নিয়ে। রুনা খান জানান, তিনি সব সময় বাস্তবতার ছোঁয়া থাকা চরিত্রে কাজ করতে ভালোবাসেন এবং এই চরিত্রটিও তেমন।
রুনা খান জানান, ২০০৭ সালে নোমান রবিনের পরিচালনায় একটি টেলিফিল্মে তিনি যাত্রাপালার প্রিন্সেসের চরিত্রে অভিনয় করেছিলেন, যা ছিল তার আগের অভিজ্ঞতা। কিন্তু এবারই প্রথম তিনি সিনেমার নায়িকার চরিত্রে কাজ করছেন। কাজটি নিয়ে তিনি খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন এবং চরিত্রটি ফুটিয়ে তুলতে শতভাগ চেষ্টা করবেন বলে জানান।
এই সিনেমার শুটিং আগামী শীতে শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া, রুনা খানের আরও তিনটি সিনেমা—মাসুদ পথিকের ‘বক’, কৌশিক শংকর দাসের ‘দাফন’ এবং জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’—মুক্তির অপেক্ষায় আছে।