আগস্ট ১৭, ২০২৫, ০৪:১৪ পিএম
টলিউডের আলোচিত জুটি দেব ও শুভশ্রী প্রায় এক দশক পর 'ধুমকেতু' সিনেমার ট্রেলার লঞ্চের মঞ্চে একসঙ্গে হাজির হয়েছিলেন। তাদের সেই আবেগঘন পুনর্মিলন দেখে দর্শক ও অনুরাগীরা মুগ্ধ হয়েছিলেন। মঞ্চে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পরকে অনুসরণ করা এবং সিনেমার জনপ্রিয় সংলাপ বলা নিয়ে যে খুনসুটি হয়েছিল, তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা দেব নিজেই জানিয়েছেন, এই সবটাই নাকি ছিল ‘স্ক্রিপ্টেড’ বা সাজানো। এটি বিনোদন অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
'ধুমকেতু' মুক্তির পর এক সাক্ষাৎকারে দেব বলেন, মঞ্চে উপস্থাপক রোহন তাদের যে প্রশ্নগুলো করেছিলেন, সেগুলো আসলে তাদের দুজনেরই তৈরি করে দেওয়া। দেবের কথায়, "প্রশ্নগুলো আমি ও শুভশ্রীই তৈরি করেছি। কিসের জন্য করেছি জানেন? সিনেমার জন্য। আমাদের দর্শকের জন্য। যারা দেব-শুভশ্রীকে পর্দায় আবার দেখবেন বলে এতগুলো বছর অপেক্ষা করে থাকলেন।" তিনি জানান, তাদের উদ্দেশ্য ছিল বিগত বছরগুলোর সব নেতিবাচকতা মুছে ফেলা এবং ভক্তদের জন্য ভালো স্মৃতিগুলো ফিরিয়ে আনা।
দেব আরও বলেন, "অনেকটা সময় পেরিয়ে এসেছি। একটা সময় আমি আর শুভশ্রী একসঙ্গে ছিলাম। তারপর অনেকটা পথ আমরা আলাদা হেঁটেছি। গত ১২ বছর ধরে তো রুক্মিণীর সঙ্গেই আছি। শুভশ্রীর সঙ্গে হয়তো তিন-চার বছর ছিলাম। ওরও জীবন বদলে গেছে।"
দীর্ঘদিন ধরে দেব-শুভশ্রীর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ না থাকা নিয়ে যে প্রশ্ন ছিল, তাও ছিল দর্শকদের জানার আগ্রহের কেন্দ্রে। দেব বলেন, এই ধরনের বিষয়গুলোই দর্শকরা এতদিন জানতে চেয়েছেন। তিনি বলেন, "সব বলেছি প্রকৃত সত্য সামনে আনতে। যেন যাবতীয় ভুল বোঝাবুঝি মিটে যায় ওই দিন। সঙ্গে সাক্ষী থাকতে পারে অগনিত দর্শক।" তার মতে, এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ভুল বোঝাবুঝি মিটিয়েও যে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা যায়, তা ভক্তদের সামনে তুলে ধরাও তাদের উদ্দেশ্য ছিল।