আগস্ট ১৭, ২০২৫, ০৮:১১ পিএম
স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে উত্তেজনার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের ওপর হামলার বিচার চেয়ে তারা শেবাচিম হাসপাতালের সামনে অবস্থান নিলে কর্মচারীরা পাল্টা কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন। রোববার (১৭ আগস্ট) এই ঘটনা ঘটে।
দুপুর ১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছালে পুলিশ ও আনসার সদস্যরা তাদের প্রবেশে বাধা দেয়। এসময় হাসপাতালের কর্মচারীরাও লাঠিসোটা নিয়ে জড়ো হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শিক্ষার্থীদের ছোড়া ইট-পাটকেলে হাসপাতালের তিনজন কর্মচারী আহত হন, যার মধ্যে দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে, আন্দোলনকারী শিক্ষার্থীরাও হামলার অভিযোগ তুলেছেন।
হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ফয়সাল রাব্বি বলেন, শিক্ষার্থীরা হামলা করার উদ্দেশ্যেই এসেছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আগামীকাল সকালের মিটিংয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি অভিযোগ করেন, যৌক্তিক আন্দোলনে জয় বাংলা স্লোগান দিয়ে কর্মচারীরা তাদের ওপর হামলা করেছে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীর বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি স্বাস্থ্যখাত সংস্কারের আন্দোলনের সঙ্গে দ্বিমত পোষণ করেন না এবং ৯৫টি বিকল চিকিৎসা যন্ত্র এরই মধ্যে চালু করা হয়েছে বলে জানান। তিনি আরও বলেন, আগামীকাল সকাল ১০টায় সার্বিক পরিস্থিতি নিয়ে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
বর্তমানে হাসপাতালের পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ইমদাদুল হোসেন।