সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে বৃদ্ধের অনশন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৭, ২০২৫, ০৭:২৭ পিএম

বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে বৃদ্ধের অনশন

ছবি- সংগৃহীত

চাঞ্চল্য সৃষ্টি করা এক ঘটনায় পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে এক নারীর বাড়িতে অনশন করেছেন ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ ওই বৃদ্ধের। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে ওই ৩৫ বছর বয়সী নারীর বাড়িতে অনশন শুরু করেন তিনি।

অনশনকারী বৃদ্ধের নাম আবুল কাসেম মুন্সি। তিনি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের বাসিন্দা।

আবুল কাসেম মুন্সি জানান, তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন। প্রায় দুই মাস আগে ওই নারীর সঙ্গে তার পরিচয় হয় এবং বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন। এই সুবাদে ওই নারী তার কাছ থেকে প্রায় ৩৫-৪০ হাজার টাকা নেন। কিন্তু সম্প্রতি কোনো কারণ ছাড়াই ওই নারী তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।

অভিযোগ ও এলাকাবাসীর বক্তব্য আবুল কাসেম মুন্সি বলেন, “হয় আমার টাকা দেবে, নয়তো আমাকে বিয়ে করবে।” তিনি এই প্রতারণার উপযুক্ত বিচার দাবি করেছেন।

এলাকাবাসী জানান, ওই নারীর স্বভাব-চরিত্র ভালো নয় এবং তিনি এর আগেও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন পুরুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছেন। এলাকাবাসী তার কঠিন শাস্তি দাবি করেছেন।

এদিকে, এই ঘটনার খবর পেয়ে ওই নারী আত্মগোপন করেন। পরে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।