সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

সাদাপাথর লুটের তদন্ত: প্রতিবেদন জমা দিতে আরও ৩ দিন সময়

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৭, ২০২৫, ০৭:১৯ পিএম

সাদাপাথর লুটের তদন্ত: প্রতিবেদন জমা দিতে আরও ৩ দিন সময়

ছবি- সংগৃহীত

চাঞ্চল্য সৃষ্টিকারী সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুটের ঘটনায় গঠিত জেলা প্রশাসনের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন নির্ধারিত সময়ে জমা দিতে ব্যর্থ হয়েছে। বিস্তারিত তদন্তের প্রয়োজনে কমিটিকে আরও তিন কর্মদিবসের সময় দেওয়া হয়েছে। রোববার (১৭ আগস্ট) তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসেন সিংহ জানিয়েছেন, তদন্ত এখনো শেষ হয়নি এবং আরও কিছুটা সময় প্রয়োজন। তাই জেলা প্রশাসকের কাছে সময় বৃদ্ধির আবেদন করা হয়েছিল এবং তিনি তা মঞ্জুর করেছেন।

গত বছরের ৫ আগস্টের পর থেকে সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর এবং এর পাশের ১০ একরের রেলওয়ে বাঙ্কার থেকে ভয়াবহ লুটপাট হয়েছে। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় দিনে-রাতে সব সময়ই পাথর লুট করা হয়েছে। এতে পর্যটন এলাকাটি পাথরশূন্য হয়ে পড়েছে এবং রেলওয়ে বাঙ্কার খানাখন্দে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে, এই দুই স্থান থেকে কমপক্ষে দেড় কোটি ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক মূল্য ২০০ কোটি টাকার বেশি।

এ ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলে গত ১২ আগস্ট জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে সরেজমিনে এলাকা পরিদর্শন করে জড়িতদের চিহ্নিত করার এবং তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। এখন বর্ধিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিটি।