আগস্ট ১৭, ২০২৫, ০৭:৫০ পিএম
জাতীয় রাজধানী ঢাকার মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে অবস্থিত ইউরেকা ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেও তীব্র যানজটের কারণে তাদের পৌঁছাতে দেরি হচ্ছে।
রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। এরপর মোট ছয়টি ইউনিট পাঠানো হয়।
সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে তিনি উল্লেখ করেন। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। এই ঘটনায় আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।