সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

হত্যামামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেফতার

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৭, ২০২৫, ০৮:৫৪ পিএম

হত্যামামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেফতার

ছবি- সংগৃহীত

রাজধানীতে হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার তাকে ঢাকার গুলশান থেকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গত বছরের ১ সেপ্টেম্বর মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, তার ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিসহ ২৫ জনের বিরুদ্ধে এই হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছিল সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাকে। আসামির তালিকায় ২ নম্বরে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের নাম রয়েছে।

এই মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং ২২ নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী। এ ছাড়াও অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।