সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

হারিকেন অ্যারিনে আশ্চর্যজনক পরিবর্তন, শক্তি কমেছে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৭, ২০২৫, ০৯:২৭ পিএম

হারিকেন অ্যারিনে আশ্চর্যজনক পরিবর্তন, শক্তি কমেছে

ছবি- সংগৃহীত

ক্যারিবীয় অঞ্চলের দিকে ধেয়ে আসা হারিকেন অ্যারিন-এ সম্প্রতি এক আশ্চর্যজনক পরিবর্তন দেখা গেছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এটি ক্যাটাগরি-১ থেকে সর্বোচ্চ শক্তিশালী ক্যাটাগরি-৫-এ রূপান্তরিত হয়েছিল, যা আবহাওয়াবিদদের বিস্মিত করেছে। এটি আটলান্টিক মহাসাগরের ইতিহাসে দ্রুততম সময়ে শক্তি সঞ্চয়কারী ঝড় হিসেবে রেকর্ড গড়েছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, হারিকেনটির শক্তি কিছুটা কমে এটি এখন ক্যাটাগরি-৩ হারিকেনে পরিণত হয়েছে। এটি একটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, পৃথিবীর বায়ুমণ্ডল উষ্ণ হয়ে যাওয়ার কারণেই এই ধরনের আশ্চর্যজনক পরিবর্তন দেখা গেছে। শুক্রবার এটি ক্যাটাগরি-১ মাত্রার ছিল, যার বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। কিন্তু শনিবারই এটি ক্যাটাগরি-৫-এ উন্নীত হয়, যেখানে বাতাসের গতিবেগ ২৫৭ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছিল।

বর্তমানে হারিকেনটি আটলান্টিক মহাসাগরের উত্তরাঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে। এটি স্থলভাগে আঘাত হানার কোনো আশঙ্কা নেই। বর্তমান গতিপথে এটি পুয়ের্তো রিকোর উত্তরাঞ্চলের পাশ দিয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে বাঁক নিয়ে খোলা সাগরের দিকে যাবে। হারিকেনটির আকার দ্বিগুণ অথবা তিনগুণ হওয়ার সম্ভাবনাও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে এই ধরনের শক্তিশালী ঝড়ের সংখ্যা বাড়ছে।