আগস্ট ১৭, ২০২৫, ০৪:৫৫ পিএম
পাকিস্তানের উত্তরাঞ্চলে প্রবল বর্ষণ এবং আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা ও সংহতি জানান। এই মানবিক আবেদন আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে।
মালালা লিখেছেন, “পাকিস্তানের গিলগিট-বালতিস্তান থেকে আজাদ জম্মু ও কাশ্মীর, বিশেষ করে খাইবার পাখতুনখোয়ার বুনের, সোয়াত, বাজাউর ও শাংলায় যে ভয়াবহ বন্যা আঘাত হেনেছে, তাতে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য আমার হৃদয় ভেঙে যাচ্ছে।”
খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) প্রতিবেদন অনুযায়ী, শুধু শাংলাতেই ৩৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় আরও অনেকে প্রাণ হারিয়েছেন, যার মধ্যে মানসেহরায় ২৩, সোয়াতে ২২ এবং বাজাউরে ২১ জন রয়েছেন। বন্যায় ১১টি বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং ৬৩টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) তথ্য অনুসারে, গত ৪৮ ঘণ্টায় আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৪৪ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৩২৪ জনই খাইবার পাখতুনখোয়া প্রদেশের।
মালালা ইউসুফজাই বলেন, “যারা প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়েছেন, তাদের প্রতি আমার গভীর সমবেদনা।”
উল্লেখ্য, মালালা ইউসুফজাইয়ের জন্মস্থান শাংলা, যা এবারের বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১২ সালে সন্ত্রাসী হামলায় আহত হওয়ার পর এই বছর মার্চ মাসে তিনি প্রথমবারের মতো নিজ গ্রামে ফিরে গিয়েছিলেন।