সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

আর্টসেলকে ১২ ঘণ্টার আলটিমেটাম, মিডিয়া ম্যানেজার বললেন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৭, ২০২৫, ০৪:১০ পিএম

আর্টসেলকে ১২ ঘণ্টার আলটিমেটাম, মিডিয়া ম্যানেজার বললেন

ছবি- সংগৃহীত

দেশের জনপ্রিয় রক ব্যান্ডদল আর্টসেলকে নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ব্যান্ডের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ব্যান্ডটির সদস্য জর্জ লিংকন এবং আর্টসেলকে ট্যাগ করে ১২ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণসহ টাকা ফেরত দেওয়ার আলটিমেটাম দিয়েছেন। রোববার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই আলটিমেটাম দেন তিনি। এই ঘটনা বিনোদন অঙ্গনে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আম্মার তার পোস্টে লিখেছেন, "কালচারাল ফ্যাসিস্ট আর্টসেল, লিংকন আর্টসেল আজকের মধ্যে আপনারা ডিসিশন জানাবেন; ক্ষতিপূরণসহ টাকা ফেরত পাঠাবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম মেনশন করে ক্ষমা চাইবেন।" তিনি আরও জানান, মোট ১৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। এই টাকা ফেরত না দিলে আইনি পদক্ষেপের পাশাপাশি তাদের কানাডা সফর বাতিলের জন্য আওয়াজ তোলার হুমকিও দেন তিনি। আম্মারের অভিযোগ, ব্যান্ডটি "নিষিদ্ধ জঙ্গী সংগঠন" ছাত্রলীগের সঙ্গে যোগাযোগ করে শেষ মুহূর্তে কনসার্ট বাতিল করেছে।

ঘটনার বিষয়ে আর্টসেলের মিডিয়া ম্যানেজার বাঁধন গণমাধ্যমকে জানান, "বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা সময়মতো সংবাদ সম্মেলন করে এর বিস্তারিত জানাব।" তিনি আরও বলেন, "আমাদের ভোকাল লিংকন ভাই খুব অসুস্থ। তাকে বাদ দিয়ে তো আর কোনো কিছু করা সম্ভব নয়।"

উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে '৩৬ জুলাই মুক্তির উৎসবে' পারফর্ম করার কথা ছিল ব্যান্ডটির। কিন্তু কনসার্টের আগের রাতে হঠাৎই তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে কনসার্ট বাতিলের কথা জানায়। এতে আয়োজক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।